প্রকাশিত: Wed, Jan 3, 2024 11:39 AM
আপডেট: Tue, Jul 1, 2025 2:58 PM

[১]নৌকায় ভোট দিলে ‘ছেঁচি’ ফেলার হুমকি আওয়ামী লীগ নেতার

বিধান ভৌমিক ,  নোয়াখালী : [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।। 

[৩] সোমবার  বিকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। 

[৪] ভোটারদের ছেঁচি ফেলার ঘোষণার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে ডা. এবিএম জাফর উল্যাহ বলেন, আজ গণসংযোগের শেষ দিন, নির্বাচনের আগে এটাই সমাপনী দিন কাদিরপুর ইউনিয়নের জন্য। অতএব বলছি কাদিরপুরের একটা লোকও যদি ডান বাম করেন তাদের খেদাই (তাড়িয়ে) দিবেন। যেগুলো (নৌকার প্রার্থী) ভোট দিবে মনে করবেন ওদেরও কাদিরপুর থাকার অধিকার নাই। তাড়িয়ে দিবেন এখান থেকে। দুই একটা কালসাপ আছে। এদের চিহ্নিত করে নির্বাচনের দিন ছেঁচি (পিষে) দিবেন।

[৫] ডা. জাফর উল্যাহ বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ-এর প্রধান নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। 

[৬] অভিযোগের নাকচ করে দিয়ে  ডা. এবিএম জাফর উল্যাহ বলেন, নৌকার বিরুদ্ধে এ ধরনের কথা আমি বলিনি। তবে যারা এ ধরনের অভিযোগ করছে তারাই এক সময় নৌকার বিরুদ্ধে কাজ করেছে। 

 [৭] নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থাকা বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা:সমর চক্রবর্তী